সংগৃহীত
সরকারি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের তিনটি মেশিন মেরামত করতে সরবরাহকারী প্রতিষ্ঠানকে এক কোটি ২৪ লাখ টাকা বরাদ্দের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ বাজেট-১ শাখার সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত চিঠিতে এ অনুমোদন দেয়া হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেশিন দুটি হল লিথোট্রিপসি ও এনজিওগ্রাম মেশিন। এ দুটি মেশিনে মেরামত বাবদ সিমেন্ট হেলথ কেয়ার লিমিটেডকে এক কোটি সাত লাখ টাকা দেয়া হবে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৪ স্লাইস সিটি স্ক্যান মেশিন মেরামত বাবদ ফিলিপস ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড ১৭ লাখ টাকা দেয়া হবে।
অনুমোদনের শর্তাবলীতে বলা হয়, চলতি ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেট নিমিও অ্যান্ড টিসির অনুকূলে অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি খাতে বরাদ্দকৃত অর্থ হতে মেরামতের কাজের ব্যয় নির্বাহ করতে হবে। এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে দি পাবলিক প্রকিউরমেন্ট ২০০৬ এবং দি পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০০৮ অনুসরণসহ যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে এবং অব্যয়িত অর্থ (যদি থাকে) ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে সমর্পণ করতে হবে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৭:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim