করোনা মহামারীতে লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলার বিভিন্ন এলাকায় দুস্থ, অসহায় পরিবারের মধ্যে মাছ ও সবজি বিতরণ করা হয়েছে।
বুধবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর পৃষ্ঠপোষকতায় এসব বিতরণ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন বাবু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লক্ষীপুর জেলা মৎসজীবী দলের সভাপতি সাহেদুল বারী মির্জা, রামগতি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক কারিমুল হক ফিরোজ, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সায়েম মো. শাহীন, সাধারণ সম্পাদক জহিরুদ্দিন বাবর, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, মো. আকতার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ রাজু প্রমুখ।
এছাড়া লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় কয়েকশত দুস্থ, অসহায়, কর্মহীন মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন রামগতি উপজেলার যুবদল নেতারা। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর পৃষ্ঠপোষকতায় এসব বিতরণ করা হয়।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১০:৩২ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২০
swapnochash24.com | sopnochas24