করোনা থেকে সুস্থ হয়ে ফেরা দুই নারীকরোনা থেকে সুস্থ হয়ে ফেরা দুই নারী
সারা দেশে করোনাভাইরাসের আক্রান্ত রোগীদের মধ্যে সমাপ্ত ঘটনার বিবেচনায় ৯১.৮ শতাংশ মানুষ সুস্থ হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।
তিনি বলেন, সমাপ্ত ঘটনার বিবেচনায় আমাদের সুস্থতার হার ৯১ দশমিক ৮ শতাংশ এবং মৃতের হার ৮ দশমিক ২ শতাংশ। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫ শতাংশ ও সুস্থতার হার ১৭ দশমিক ৫ শতাংশ।
দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৩১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট দুই হাজার ৪১৪ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।
ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, মোট ৩৫টি ল্যাব থেকে নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ২৪৭টি। ৫ হাজার ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৯১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৩৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২১৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৩৭৭০ জন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৩:২৩ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24