• রবিবার ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ধাওয়ান বড় ‘ইডিয়ট’: রোহিত

    স্বপ্নচাষ ডেস্ক

    ০৯ মে ২০২০ ৩:০৭ অপরাহ্ণ

    ধাওয়ান বড় ‘ইডিয়ট’: রোহিত

    সংগৃহীত ছবি

    ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে শিখর ধাওয়ানের সঙ্গে নিয়মিত ওপেন করেন রোহিত শর্মা। এবার তার সঙ্গে ইনিংসের গোড়াপত্তনের অভিজ্ঞতা শেয়ার করলেন হিটম্যান। অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে কথোপকথনে ‘গব্বর সিং’কে নিয়ে নানা রসিকতাও করলেন তিনি।

    ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওয়ানডেতে ১০৭ ইনিংসে ওপেন করেছেন রোহিত-ধাওয়ান। ইতিমধ্যে ৪৮০২ রান তুলে ফেলেছে তাদের জুটি। রান সংগ্রহে উদ্বোধনীর বিশ্ব তালিকায় চার নম্বরে রয়েছেন তারা।

    শীর্ষস্থানে রয়েছে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর জুটি। দেশের হয়ে ১৩৬ ওডিআই ইনিংসে একসঙ্গে ওপেন করে ৬৬০৯ রান করেন তারা।

    রোহিত শর্মা সম্প্রতি এক স্মৃতিচারণে তার ওপেনিং পার্টনার ধাওয়ানকে ‘ইডিয়ট’ বলে সম্বোধন করেছেন। যদিও সেটা নিছক মজার ছলে।

    রোহিতের ভাষ্য মতে, ধাওয়ান কোনো ম্যাচেই আগে স্ট্রাইক নিতে চান না। কারণ স্পিন খেলতে চান উনি। অথচ স্পিনারদের ঘায়েল করতে পারেন না বাঁহাতি ব্যাটসম্যান।

    রোহিত বলেন, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে প্রথমবার ওপেন করতে নামি আমি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ধাওয়ানকে স্ট্রাইক নিতে বলি। কিন্তু উনি উল্টো আমাকেই স্ট্রাইক নিতে বলেন।

    সেই ম্যাচের প্রথম তিন বল চোখে দেখতে পাননি বলে জানিয়েছেন হিটম্যান। তিনি বলেন, ব্যাট করার সময় অন্য জগতে থাকেন ধাওয়ান। হাই-প্রেসার ম্যাচে আমি ধাওয়ানকে কিছু বোঝানোর চেষ্টা করি। কিন্তু উনি অদ্ভূত প্রতিক্রিয়া করেন।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৩:০৭ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।