• শুক্রবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    নওগাঁর সাংসদ শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত

    স্বপ্নচাষ ডেস্ক

    ০২ মে ২০২০ ৫:২৮ পূর্বাহ্ণ

    নওগাঁর সাংসদ শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত

    প্রতীকী ছবি

    বাংলাদেশে এই প্রথম একজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য।

    বিষয়টি নিশ্চিত করে সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেন, “আজ (শুক্রবার) শহীদুজ্জামান সরকারের রিপোর্ট পজিটিভ এসেছে।”

    ৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার বর্তমানে সংসদ সদস্য ভবনে (ন্যাম ফ্ল্যাট) বরাদ্দ পাওয়া ফ্লাটে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য।

    সাবেক হুইপ শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

    আরেক এক সংসদ সদস্য গণমাধ্যমকে বলেন, “শহীদুজ্জামান সরকারের জ্বর হওয়ায় তিনি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকের পরামর্শে তিনি নিজ ফ্ল্যাটেই আইসোলেশনে আছেন।”

    তিনি আরও জানান, শহীদুজ্জামান সরকার ডায়াবেটিসে আক্রান্ত। তবে এই মুহূর্তে তার কাশি বা অন্য কোনো উপসর্গ নেই বলেও জানিয়েছেন তার সহকর্মী ওই সংসদ সদস্য।

    কীভাবে শহীদুজ্জামান সরকারের দেহে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ঘটল, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

    এদিকে রোগী পাওয়ার পরও ন্যাম ফ্ল্যাট অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ; যা অন্য সব ক্ষেত্রে নেওয়া হয়েছিল।

    এ বিষয়ে শেরেবাংলা থানার ওসি জানে আলম মুনশী গণমাধ্যমকে বলেন, “আমরা কোনো লকডাউন করিনি। ওই জায়গা এমনি সেফ জোন।

    “ওইখানে যারা বসবাস করেন, তারা বিষয়টি জানেন এবং সবাই নিজে নিজে আইসোলেশনে চলে গেছেন। পুলিশ বাইরে আছে এবং সহযোগিতা করছেন কার কী প্রয়োজন।”

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৫:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।