ফাইল ছবি
নওগাঁয় নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে একজন মারা গেছেন। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ১৩২ জনে। শনিবার রাতে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার নওগাঁ জেলার মোট ৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১৫টিতে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদরে ১১ জন, আত্রাই ২ জন, রাণীনগরে ১ জন, সাপাহারে ১ জন।
ডা. মোর্শেদ বলেন, করোনায় আক্রান্ত ১৫ জনের মধ্যে দুইজন পূর্বে শনাক্ত হওয়া রোগী। দ্বিতীয় দফায় তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও একজন ব্লাড ক্যান্সারের রোগী যিনি শুক্রবার বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার নমুনাতেও করোনা শনাক্ত হয়েছে। এর আগে নওগাঁয় আক্রান্ত এক পুলিশ সদস্য রাজশাহীর মিশন হাসপাতালের আইসোলেশনে মারা যান।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১০:৩৫ অপরাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |