প্রতীকী ছবি
করোনাভাইরাসে আক্রান্ত, তার পরও এক যুবক দিব্বি ঘুরে বেড়াচ্ছিলেন নওগাঁ জেলা শহরে। এ সংবাদ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে বুধবার দুপুরে তাকে আটক করেছে পুলিশ।
নওগাঁর সিভিল সার্জন আখতারুজ্জামান জানান, মোস্তাফিজ নামে ওই যুবকের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার ঘাঘরা গ্রামে। সম্প্রতি সে ঢাকা ফেরত। করোনার উপসর্গ নেই তারপরও নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিলো। মঙ্গলবার আইইডিসিআর থেকে পাঠানো ফলাফলে সে করোনা পজেটিভ।
তিনি বলেন, দুপুরে ওই যুবক হোম কোয়ারেন্টিন লঙ্ঘন করে নওগাঁ শহরের ঘুরছিলেন। খবর ছড়িয়ে পড়লে অভিযানে নামে পুলিশ। শহরের লিটন ব্রিজের উপর তাকে খুঁজে পেয়ে সেখান থেকে এ্যাম্বুলেন্সে তুলে বাড়িতে আইসোলেশনে থাকতে পাঠানো হয়েছে। ওই যুবকের বাড়ি লকডাউন করে পুলিশ মোতায়েন করার নির্দেশ দেয়া হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |