ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় আরও বাড়ল করোনা আক্রান্ত রোগির সংখ্যা। বৃহস্পতিবার পরীক্ষার পর চাঁপাইনবাবগঞ্জে একজন ও নওগাঁয় সাতজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নমুনা রাজশাহী পরীক্ষা হলেও নওগাঁরগুলো পরীক্ষা করা হয়েছে ঢাকায়।
জানা গেছে, নওগাঁর নমুনা রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছিল। পরে সেগুলো ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার পরীক্ষার পর সাতজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এর আগের দিন বুধবার চারজন করোনা আক্রান্ত রোগি পাওয়া যায়। এ নিয়ে এ জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষার পর আরও একজনের শরীরে কনোনা পাওয়া গেছে। বৃহস্পতিবার পাওয়া ফলাফলে নতুন আক্রান্তের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এ নিয়ে এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে।
এর আগের দিন বুধবার একদিনে এ জেলায় ৯ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়। ওই দিন রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ৬১ জনের ফলাফল আসে। এরমধ্যে ৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। গত ৪ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
বুধবার করোনা সনাক্ত ৯ জনের মধ্যে রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩ জন, নাচোল উপজেলায় ৩ জন, ভোলাহাট উপজেলায় ২ জন ও শিবগঞ্জ উপজেলায় ১ জন। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন আক্রান্তদের বাড়িতে প্রয়োজনীয় চিকিৎসার ওষুধ পৌঁছে দেন। হোম আইসোলেশনে তাদের চিকিৎসা চলছে। সকলেই নিজ নিজ বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন বুধবার রাতে জানিয়েছিলেন, সদরের রাণীহাটি ইউনিয়ন ও ঝিলিম ইউনিয়ন এলাকায় যে তিনজন আক্রান্ত হয়েছে তাদের বাড়িসহ আশপাশে ১৫ টি করে ৩০ টি বাড়ি লকডাউন করা হয়েছে। চেয়ারম্যান, ওয়ার্ড সদস্যগণকে নির্দেশ প্রদান করা হয়েছে লকডাউন মনিটরিং এর জন্য।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১০:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
swapnochash24.com | sopnochas24