করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ার মাঝে সুখবর পেল শ্রীলঙ্কা। ইংল্যান্ডের সফরের নতুন সূচি ঠিক হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে খেলবে দেশ দুটি।
শ্রীলঙ্কার পত্রিকা ডেইলি নিউজকে এই খবর নিশ্চিত করেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। গত মার্চে কলম্বো ও গলে হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট দুটি। করোনাভাইরাসের শঙ্কায় সিরিজ স্থগিত হলে না খেলেই দেশে ফিরে গিয়েছিল জো রুটের দল।
“স্থগিত হয়ে যাওয়া সফরগুলোর নতুন সূচি তৈরির প্রক্রিয়া আমরা শুরু করেছি। ইংল্যান্ডের বিপক্ষে বাতিল হওয়া সিরিজটি আগামী বছরের জানুয়ারিতে হবে বলে জানানো হয়েছে। তবে ম্যাচের সূচি এখনও চূড়ান্ত হয়নি।”
সামনে আরও কিছু সিরিজ আছে, যেগুলো স্থগিত হয়ে গেছে। সেগুলোরও নতুন সূচি করার পরিকল্পনা করছে সংস্থাটি।
“দক্ষিণ আফ্রিকা সফর অন্যতম, যা আমরা পুনঃনির্ধারণের অপেক্ষায় আছি। পরিকল্পনার ব্যাপারে দেশগুলোর সঙ্গে আমরা আলোচনা করছি।”
জুনের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল কুইন্টন ডি ককদের। করোনাভাইরাস পরিস্থিতিতে স্থগিত হয়ে গেছে এই সিরিজ।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১১:২১ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০
swapnochash24.com | sopnochas24