প্রতীকী ছবি
কুড়িগ্রামের চিলমারীতে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়ে রিপোর্ট পেতে দেরি হওয়ায় ঢাকায় ফিরে যাওয়া যুবকের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় খবর পাওয়ার পর ওই যুবক রাতেই ঢাকা থেকে আবার বাড়িতে ফিরে এসেছেন।
এই নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চারজনে। এর মধ্যে সুস্থ হয়েছেন দু’জন।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান, আক্রান্ত যুবক ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক। তিনি গত ২২ মে ঢাকা থেকে চিলমারীতে আসেন এবং গত ২৭ মে তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। এক সপ্তাহেও পরীক্ষার ফল না পাওয়ায় মঙ্গলবার সকালে তিনি ঢাকায় চলে যান। এরপর ওইদিন সন্ধ্যা ৭টার পর তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
হাসপাতাল থেকে ওই ব্যক্তির বাড়িতে এ খবর দেওয়া হয়। এরপর তাকে ফোনে করা হলে রাতেই ঢাকা থেকে চিলমারী রওনা দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এডব্লিউ এম রায়হান শাহ জানান, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকালে ওই যুবকের বাড়িসহ আরও তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24