নাটোরের লালপুরে নতুন করে আরও এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। ৩০ বছর বয়সী আক্রান্ত ওই যুবকের বাড়ি লালপুর উপজেলার রামকৃষ্ণপুরে। জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত হলে তিনি গত ৩ মে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
শনিবার (৯ মে) ঢাকা থেকে তার রেজাল্ট পজিটিভ এসেছে বলে নাটোর সিভিল সার্জন অফিসকে জাননো হয়। এ নিয়ে লালপুর উপজেলায় একজন মেডিকেল স্টার্ফসহ মোট ২ জন করোনায় আক্রান্ত হলেন। সে আক্রান্ত হওয়ায় জেলায় এ নিয়ে ১২ জনের করোনা শনাক্ত হলো।
জেলা সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রিসার্চ সেন্টার এ তথ্য জানিয়েছে। জ্বর, সর্দি নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন ওই যুবক। গত ৩ মে লালপুর উপজেলা স্বাস্থ্য বিভাগে গিয়ে সে স্বেচ্ছায় নমুনা দেয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পাঠায়। পরে সেখান থেকে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট মেডিকেল এন্ড রির্সাস সেন্টারে (এনআইএলএম এন্ড আরসি) সঠিক পরীক্ষার জন্য নমুনাটি পাঠানো হয়। আজ দুপুরে সেখান থেকে ইমেইল বার্তায় তার করোনা পজেটিভের তথ্য জানানো হয়। বিষয়টি তাৎক্ষণিক জেলা প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উস্মুল বানীন দ্যুতি জানান, রামকৃষ্ণপুর গ্রামের ওই ব্যক্তির করোনা পজেটিভ রেজাল্ট পাওয়ার পর আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। একইসঙ্গে বাড়িতেই আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেয়া হয় তাকে। তার রিপোর্ট করোনা পজেটিভ হলেও বর্তমানে তিনি সুস্থ আছেন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:৫৭ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24