নাটোরের সিংড়ায় বড়বারৌহাটি গ্রামে অজ্ঞাত রোগে ২২শ লেয়ার মুরগি মারা গেছে। এতে সর্বস্বান্ত হয়েছেন খামার মালিক সাবেক ইউপি মেম্বার আব্দুল করিম সরদার।
খামার মালিক আব্দুল করিম সরদার বলেন, তার খামারে প্রায় তিন হাজার মুরগি রয়েছে। গত ৭ দিন থেকে তার খামারে অজ্ঞাত রোগে মুরগি মরতে শুরু করে। করোনা মহামারির কারণে তিনি স্থানীয় ভ্যাটেনারি চিকিৎসকের পরামর্শে মুরগিগুলোকে ওষুধ খাওয়ান।
কিন্তু মড়ক থামেনি। গত সোমবার রাতেই তার খামারে ৫ শাতাধিক মুরগি মারা যায়। এভাবে তার দুই হাজার দুই’শ মুরগি মারা গেল। এখন তিনি পুঁজি হারিয়ে নিঃস্ব।
তিনি বলেন, এই খামারের জন্য তিনি কয়েক লাখ টাকা ঋণ করেছিলেন। এখন কিভাবে ঋণ পরিশোধ করবেন ভেবে পাচ্ছেন না।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:২৬ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২০
swapnochash24.com | sopnochas24