নাটোরে গুরুদাসপুরে চলন্ত ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় রাব্বী হোসেন (২০) নামের এক হেলপার নিহত হয়েছে।বৃহস্পতিবার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলার নলডাঙ্গা উপজেলার হরিদাকলসি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
বনপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আব্দুস সালাম জানান, নাটোর থেকে ঢাকাগামী চলন্ত একটি ট্রাকের পিছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই হেলপার নিহত হয়। লাশ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় পাঠানো হয়েছে।
বনপাড়া হাউওয়ে থানার পুলিশ পরিদর্শক বলেন, ট্রাকের চালক পলাতক রয়েছে। দুটি ট্রাক আটক করা হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৮:২১ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24