নাটোরের বড়াইগ্রামে নতুন করে ২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত দুজনই পুরুষ। এদের একজনের বয়স ৩২ এবং অপর জনের ২৬। আক্রান্ত দু’জনই বর্তমানে ঢাকার কর্মস্থলে অবস্থান করছেন। নমুনা দিয়েই তারা তাদের কর্মস্থল ঢাকায় চলে গেছেন। আক্রান্তদের একজন অ্যাপোলো হাসপাতালে এবং আরেকজন গাজীপুরের কোনাবাড়ির মন্ডল গ্রুপের একটি ইলেক্ট্রনিকস কারখানায় কর্মরত।
জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে আসার পর গত ৩০ মে পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে তাদের করোনা পজেটিভ রেজাল্ট আসে। এ নিয়ে জেলায় একজন শিশুসহ মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। এদের মধ্যে ১১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। আর করোনা পরীক্ষার ফল আসার আগেই মৃত্যু হয়েছে একজনের।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালের ল্যাবে বুধবার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে পাঁচটি পজেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে নাটোরের বড়াইগ্রামের দুইজন এবং রাজশাহীর তিনজন রয়েছেন।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান নতুন করে দুই জনের পজেটিভ রেজাল্ট পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আক্রান্তদের বাড়ি বড়াইগ্রাম উপজেলায়। তারা ঢাকায় কর্মরত। ঈদের ছুটিতে বাড়ি আসে এবং জ্বর-সর্দির কারণে তারা ৩০ মে নমুনা দেয়। বুধবার রাত ১০টার দিকে রেজাল্ট আসে। প্রথমে ফোনে এবং পরে ইমেইলের মাধ্যমে আসে। এরই মধ্যে ঈদের ছুটি শেষ হওয়ায় রেজাল্ট আসার আগেই আক্রান্তরা ঢাকার কর্মস্থলে ফিরে গেছেন। তবে আক্রান্তরা যেহেতু তাদের পরিবারে সঙ্গে কয়েকদিন ছিলেন তাই তাদের বাড়ি লকডাউন করতে স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে। এ ছাড়া আক্রান্তদের কর্মস্থলসহ তাদের জানানো হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৯:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24