সংগৃহীত
নাটোরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন্নাহার কাজল, জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া প্রমূখ।
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে নাটোর সদর উপজেলার ছয়শত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বরাদ্দকৃত আট লাখ ৩০ হাজার শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24