ফাইল ছবি
নাটোরে পথকলি শিশুদের মাঝে ঈদের উপহার দিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
শুক্রবার জেলা পুলিশ সুপারের কার্য়ালয়ের সামনে ১২০ পথকলি শিশুদের মাঝে এই ঈদ সামগ্রী উপকার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল হারুন অর রশিদ সহ পুলিশ কর্মকর্তা।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৮:২০ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২০
swapnochash24.com | sopnochas24