সংগৃহীত ছবি
করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ দোকান-পাট। মোড়ে মোড়ে ইফতারসামগ্রীর পসরা সাজাননি বিক্রেতারা। তাই ইফতারির থালায় অনুপস্থিত জিলাপি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজেই জিলাপি বানিয়েছেন। সেই ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
শনিবার প্রথম রোজার ইফতারের আগে তিনি নিজের ফেসবুক আইডিতে জিলাপি বানানোর তিনটি ছবি পোস্ট করেন। এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে প্রায় আট হাজার ব্যক্তি লাইক দিয়েছেন। মন্তব্য লিখেছেন প্রায় হাজারখানেক ব্যক্তি। ১৩২ জন প্রতিমন্ত্রীর পোস্টটি শেয়ারও করেছেন নিজের টাইমলাইনে।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের ফেসবুকে দেয়া পোস্টে দেখা যাচ্ছে, একটি ছবিতে কিচেনে তিনি নিজেই জিলাপি বানাচ্ছেন। আরেকটি ছবিতে জিলাপি ভাজার দৃশ্য দেখা যাচ্ছে। আর শেষ ছবিটিতে দেখা যাচ্ছে প্রস্তুত হওয়া কিছু জিলাপি।
ছবির ক্যাপসনে প্রতিমন্ত্রী লিখেছেন, কালকে আরও ভালো করে বানাবো! আর লকডাউন উঠে গেলে দাওয়াত করে আপনাদের জিলাপি খাওয়াবো। জান্নাতুল ফরহাদ নামে একজন এই পোস্টে লিখেছেন, আপনি রান্না পারেন এবং অতি আগ্রহের সঙ্গে এমন একটি প্রিয় মিষ্টি খাবার তৈরি করছেন। দেখতে মোটামুটি। তবে খেতে সুস্বাদু হবে নিঃসন্দেহে! রমজান মোবারক।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:২২ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |