• রবিবার ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    পদ্মা পাড়ে ফেরিতে শ্রমজীবী মানুষের ঢল

    স্বপ্নচাষ ডেস্ক

    ২৬ এপ্রিল ২০২০ ৯:২৯ অপরাহ্ণ

    পদ্মা পাড়ে ফেরিতে শ্রমজীবী মানুষের ঢল

    সংগৃহীত ছবি

    করোনা দুর্যোগে অসহায় হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ। এমন পরিস্থিতিতে শ্রমজীবী হাজার হাজার মানুষকে রবিবার সকাল থেকেই ফেরিতে চড়ে কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়া ঘাট হয়ে ঢাকা ও নারায়ণগঞ্জে কর্মস্থলে ছুটতে দেখা গেছে। পদ্মা পাড়ি দিতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের তিনটি ফেরিতে ছিল উপচেপড়া ভিড়।

    এ বিষয়ে বিকেলে মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, কাঠাঁলবাড়ী ঘাটে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রয়েছেন। তারা যাত্রীদের পরিচয় নিশ্চিত হয়ে ফেরিতে উঠতে দিয়েছেন।

    খোঁজ নিয়ে জানা গেছে, চাকরি বাঁচাতে ঢাকা ও নারায়ণগঞ্জে নিজ নিজ কর্মস্থলে ছুটছে শ্রমজীবী মানুষ। তাই রোববার সকাল থেকেই শিমুলিয়া ঘাটে শ্রমজীবী মানুষের ঢল দেখা গেছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে নিজ নিজ গন্তব্যে যেতে ভোগান্তির কবলে পড়েছে শ্রমজীবী শত শত মানুষ।

    অতিরিক্ত ভাড়া দিয়ে বিভিন্ন যানবাহনে কর্মস্থলে যায় বলে ঘাট সূত্র জানিয়েছে। একাধিক যাত্রী শিমুলিয়া ঘাটে দায়িত্ব পালনরত পুলিশকে জানায়, চাকরি বাঁচাতেই তারা কর্মস্থলে ছুটে যাচ্ছেন।

    ঘাট সূত্র জানায়, শিমুলিয়া ঘাটে গণপরিবহন না থাকায় বিপাকে পড়া যাত্রীরা বেশি ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশা আবার কেউ পিকআপ ভাড়া করে নিজ নিজ গন্তব্যে গেছেন।

    মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. হেলালউদ্দিন জানিয়েছেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কোন ছোট পরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয় না। তাই ছোট যানবাহনে করে অনেক রাস্তা ঘুরে ঢাকার বাবুবাজারের দিকে ছুটে গেছেন শত শত শ্রমজীবী মানুষ। সেখান থেকে পরিবহন পাল্টে অন্যান্য যানবাহন দিয়ে গন্তব্যে গেছেন তারা। এক্ষেত্রে অতিরিক্ত ভাড়া দেওয়ার পাশাপাশি ভোগান্তির শিকারও হয়েছেন।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বর্তমানে দিনের বেলায় ২ থেকে ৩টা ফেরি চলাচল করলেও রাতের বেলায় ফেরি সচল থাকে ৬ থেকে ৭টি। গত ২৪ ঘণ্টায় অর্ধসহস্রাধিক পণ্যবাহী ট্রাক ও ছোট যানবাহন পারাপার করা হয়েছে।

    দিনের চেয়ে রাতের বেলায় পণ্যবাহী যানবাহনের চাপ বেশি থাকায় নৌরুট পারাপারে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হয়। এসব গাহী ছাড়া যাত্রীবাহি কোন যানবাহন উভয় ঘাটে নেই। দুই একটি গাড়ি জরুরি সেবার ঘাটে আসলে সেগুলো পারাপার করা হয় বলেও জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৯:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।