• বৃহস্পতিবার ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িচালক করোনা আক্রান্ত

    অনলাইন ডেস্ক

    ০৫ জুন ২০২০ ৪:৫৯ অপরাহ্ণ

    পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িচালক করোনা আক্রান্ত

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গাড়িচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাতে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে প্রতিমন্ত্রীর গাড়িচালক হিসেবে সার্বক্ষণিক সঙ্গী হয়ে কাজ করছেন।

    বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করা পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী। তবে প্রতিমন্ত্রী ও তার পরিবারের সকলের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায়ও করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

    রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুক পোস্টে লেখেন, ‘আইসোলেশনে ছিলাম। দ্বিতীয়বার সবার পরীক্ষা করা হয়েছে (আগের আক্রান্ত ৪ জন ছাড়া। কারণ তাদের পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে ১৪ দিন। তবে তারা সবাই ভালো আছেন)।’

    তিনি আরও লিখেছেন, ‘আমার গাড়িচালক আলমগীর, যে ১৯৯৫ সাল থেকে আমার সাথে। তার পজেটিভ এসেছে (গতবার তার পরীক্ষা করানো হয়নি। কারণ সে অন্য স্থানে ছিলো)। সে অবশ্য গত কয়েক সপ্তাহ ধরে তার বাসাতেই আছে এবং তার অন্য কোন উপসর্গ নেই।’

    আক্রান্ত ব্যক্তির মোবাইলে কল না করতেও শুভাকাঙ্খীদের প্রতি অনুরোধ জানিয়েছেন শাহরিয়ার আলম। তিনি লিখেছেন, ‘আমার নির্বাচনী এলাকার অনেকের কাছে তার (ড্রাইভার আলমগীর) মোবাইল নম্বর আছে। সবাইকে অনুরোধ করবো, তাকে দয়া করে ফোন করবেন না। কোন বার্তা দিতে চাইলে সেটা এসএমএস করে দিয়েন। সে নিজের সুবিধাজনক সময়ে যোগাযোগ করবে।’

    প্রতিমন্ত্রী তার পোস্টে শেষের দিকে ফের নিজের ও পরিবারের সকলের করোনা নেগেটিভ উল্লেখ করে আক্রান্তদের জন্য দোয়া চেয়েছেন। লিখেছেন, ‘আমারসহ অন্য সবার নেগেটিভ এসেছে। সবাই দোয়া করবেন আক্রান্তরা যেন দ্রত সুস্থ হয়ে উঠতে পারেন। আল্লাহতালা রাব্বুল আলামীন সকলের প্রতি সদয় হউন।’

    এর আগে গত ২৮ মে প্রতিমন্ত্রীর ঢাকার সরকারি বাসার চার কর্মীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। ওই সময় প্রথম দফায় প্রতিমন্ত্রী ও তার পরিবারের সকলের করোনা পরীক্ষা করা হলেও নেগেটিভ আসে।

    তবুও সচেতনতার জন্য আইসোলেশনে থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করান তিনি এবং তার পরিবার। তাতেও সবার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৪:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুন ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।