• শুক্রবার ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    পরিবারের সদস্য ভেবে আক্রান্তদের সেবা দিন : স্বাস্থ্যমন্ত্রী

    স্বপ্নচাষ ডেস্ক

    ১৩ মে ২০২০ ৫:১৮ অপরাহ্ণ

    পরিবারের সদস্য ভেবে আক্রান্তদের সেবা দিন : স্বাস্থ্যমন্ত্রী

    সংগৃহীত

    ৩৯তম বিসিএস থেকে সদ্য নিয়োগ পাওয়া চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোভিড-১৯ (করোনাভাইরাস) এর কারণেই আপনাদের নিয়োগ দেয়া হয়েছে। সেই অর্থে এই কোভিড-১৯ আপনাদের ভাগ্যই খুলে দিয়েছে। কাজেই চিকিৎসা ক্ষেত্রে আক্রান্ত কোনো ব্যক্তির স্বাস্থ্যসেবায় পিছপা হবেন না। আক্রান্ত ব্যক্তিকে নিজ পরিবারের একজন সদস্য ভেবে সেবা দেবেন।

    বুধবার (১৩ মে) দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস ভবনের অডিটোরিয়ামে ৩৯তম বিসিএসের অপেক্ষমান তালিকা থেকে নতুন করে নিয়োগকৃত দুই হাজার চিকিৎসকের পদায়ন পরবর্তী ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। করোনাভাইরাসের কারণে পরিস্থিতি বিচেনায় কর্মশালায় ৪০ জন চিকিৎসক উপস্থিত ছিলেন।

    মাত্র ১০ দিনের মধ্যেই এই নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৫ এপ্রিল দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলে ৭ মে সেই নিয়োগের তালিকা আমাদের হাতে আসে। মাত্র ১০-১২ দিনেই এত বড় নিয়োগ একটি বিরল ঘটনা। খুব শীঘ্রই আমাদের আরও বেশ কিছু মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব নিয়োগ হলে দেশের স্বাস্থ্যসেবার মান নিঃসন্দেহে আরও বাড়বে।

    মহামারির সময়ে এতো দ্রুত এমন বিরাট সংখ্যক চিকিৎসক নিয়োগ অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান জাহিদ মালেক।

    স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, নিউরোসার্জারি বিশেষজ্ঞ ও বিসিপিএসের সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ, স্বাস্থ্যসেবা শাখার অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনাসহ উর্দ্ধতন কর্মকর্তারা।

    সভায় পদায়নকৃত চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন ডা. আর রাফি তামজীদ ও ডা. নাজিয়া হাসান জিনা।

    স্বপ্নচাষ/এসএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৫:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।