ফাইল ছবি
পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫ হাজার ৭৫৯ জনে। মারা গেছে ৩৪৬ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ হাজার ৫২ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ হাজার ৩৬১ জন। এদের মধ্যে ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ১৬০টি নমুনা পরীক্ষায় এ ফল মিলেছে।
বৃহস্পতিবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ সব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, দেশটির পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পাঞ্জাবে ৬ হাজার ৬১ জন, সিন্ধুতে ৫ হাজার ৬৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া খাইবরে-পাখতুনওয়াতে ২ হাজার ৩১৩ জন, বেলুচিস্তানে ৯৭৮ জন, বালতিস্তানে ৩৩৩ জন, ইসলামাবাদে ৩১৩ জন আক্রান্ত হয়েছেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এ পর্যন্ত ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনার বিস্তার ঠেকাতে দেশটির সবকটি প্রদেশ ও অঞ্চলে লকডাউন চলছে। পরিস্থিতির আরও অবনতি হওয়ায় গত সপ্তাহে লকডাউনের মেয়াদ আগামী ৯ মে পর্যন্ত দীর্ঘায়িত করা হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১০:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |