পাবনায় পৃথক স্থানে বজ্রপাতে চারজন মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চাটমোহর, আতাইকুলা ও সদর উপজেলায় বজ্রপাতে মারা যান তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় আতাইকুলা থানার তেলিগ্রামে বজ্রপাতে নুরুজ্জামাল মোল্লা (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়। তিনি তেলিগ্রাম গ্রামের আততাফ মোল্লার ছেলে। নূরুজ্জামাল শাঁখারীপাড়া সুধীর কুমার কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। তবে বিশেষ কারণে স্নাতকে ভর্তি হওয়া হয়নি তার। বেলা ৫টার দিকে চাটমোহর উপজেলার হান্ডিয়ালে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শরিফুল ইসলাম (২৭) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া বেলা সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সাদীপুর গ্রামে ফারুক হোসেন (৩০) নামের এক কৃষক এবং পদ্মার চরে বজ্রপাতে অপর একজনের মৃত্যু হয়েছে।
পাবনা সদর ওসির ধান মো. নাসিম আহমেদ ও হান্দিয়াল ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন সমকালকে এসব তথ্য জানিয়েছেন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ জুন ২০২০
swapnochash24.com | Anaet Karim