মুস্তাফিজ রনি
সাজিদা ইসলাম পারুল (Sajida Islam Parul) আপুর সাথে আমার দেখা হয়েছে মাত্র দুবার। সেটাও সমকাল অফিসে। খুব বেশি কথা হয়নি। কিন্তু সেই অল্প কথাতেই ছোট ভাইয়ের মতই কিছু উপদেশ দিয়েছিলেন।
গত কয়েকদিন ধরেই আপুর ব্যাপারে বিষয়টি পড়ছিলাম আর দেখছিলাম কতটা অত্যাচারের শিকার হয়েছেন তিনি। এমনকি এতটা নির্যাতনের পরেও দোষী ব্যক্তিটি আইনের আওতায় আসেনি। যা খুবই হতাশাজনক।
দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এখনো বিশ্বাস আছে আমাদের। কিন্তু প্লাবনের গ্রেফতার নিয়ে যে উদাসীনতা দেখছি তা ভাবিয়ে তুলছে। এত সময় হয়ে গেলো এখনো গ্রেফতার হয়নি প্লাবন। দ্রুত তার গ্রেফতার ও যথাযথ আইনি প্রক্রিয়া শুরুর দাবি করছি।
আর পারুল আপুর প্রতি একটাই বার্তা। আমরা আছি আপনার সাথে।
#ArrestPlabonNow
#InDefenceofParul
লেখক : শিক্ষার্থী, যোগাযোগ ও সাংবাদিকতা, মুম্বাই বিশ্ববিদ্যালয়।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১০:২৩ অপরাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২০
swapnochash24.com | sopnochas24