বাসভবনে ধরা পড়েছে করোনা আক্রান্ত রোগী। সেই খবরে একেবারে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে রাজ ও শুভশ্রী দম্পতিকে। মা হতে যাওয়া এই অভিনেত্রী এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
একই আতঙ্কের মুখোমুখি এবার কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।
খবরে জানা গেছে, শ্রাবন্তী যে বাসভবনে থাকেন তার একটি ব্লকে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। তাই পুরো ভবনেই ছড়িয়েছে ভয়।
সংবাদমাধ্যমকে নায়িকা জানিয়েছেন, ‘খুবই আতঙ্কে আছি। খুব চিন্তা হচ্ছে। করোনার প্রকোপের পর থেকে সাবধানতা নিয়েছিলাম। এবার দেখছি আরও সতর্ক হতে হবে।’
তবে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠুক সেই প্রার্থনাও করেছেন তিনি।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১০:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২০
swapnochash24.com | sopnochas24