রাজশাহীর পুঠিয়ায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ শতাধিক ব্যক্তিকে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে অবস্থিত বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করে বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থীরা।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, আটা, চিনি, তেল ও লাচ্চা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওলিউজ্জামান।এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্দ্যোগের প্রশংসা করেন তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহসানুল হক মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম। উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আবদুস সাত্তার মন্ডল, সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু, পল্লব কুমার সেন, সুরাইয়া আক্তার প্রমূখ।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:১৮ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |