প্রতীকী ছবি
পুরুষের শুক্রাণুতেও করোনা ভাইরাস পাওয়া গেছে বলে দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। তবে যৌন সম্পর্কে এই ভাইরাসের সংক্রমণ হবে কি না সেটি নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলে দাবি করছেন বিজ্ঞানীরা।
বৃহস্পতিবার চীনের বিজ্ঞানীদের একটি গবেষণা জামা নেটওয়ার্কের মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়। পুরুষের শুক্রাণুতে করোনা ভাইরাসের উপস্থিতি জানার জন্য চীনের হেনান প্রদেশের শাংকিউ হাসপাতালে চালানো হয়েছে গবেষণাটি। ওই গবেষণায় বলা হয়, করোনা আক্রান্ত রোগীর থুতু, প্রস্রাব এবং মলেও করোনা ভাইরাস পাওয়া গেছে।
জানা গেছে, ১৫ থেকে ৫০ বছর বয়সী ৩৮ জন করোনা রোগীর থেকে নমুনা সংগ্রহ করে গবেষণাটি চালানো হয়। এদের মধ্যে ছয় জন রোগীর শুক্রাণুতে করোনা ভাইরাস পাওয়া গেছে। রোগীদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর ছিল এবং বাকি দুই জন কিছুটা সুস্থ ছিল।
গবেষকরা বলছেন, তাদের এই গবেষণা সীমিত সংখ্যক নমুনার মাধ্যমে করা হয়েছে। আর এ কারণে যৌন সম্পর্ককালে করোনা ভাইরাস ছড়ায় কি না তা নিয়ে আরো পরীক্ষার প্রয়োজন রয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |