বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের সঙ্গে শো করার পর দেশের ক্রিকেটারদের নিয়ে শো করার আয়োজন করা হলো, তামিম ইকবালকে সেই প্রশ্ন নিজের স্বভাবসুলভ মজার ঢংয়ে করলেন মাশরাফি বিন মুর্তজা। উত্তরও মজা করেই দিলেন তামিম ইকবাল।
তামিমের নিয়মিত ফেইসবুক লাইভের শেষ পর্ব ছিল শনিবার। অতিথি ছিলেন দেশের অন্য তিন সিনিয়র ক্রিকেটার মাশরাফি, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। সাকিব আল হাসানকে আমন্ত্রণ জানালেও তিনি থাকতে পারছেন না, তামিম জানিয়েছিলেন আগেই।
চার জনের কথোপকথনের শুরুর দিকেই দারুণ জমিয়ে দিলেন মাশরাফি প্রশ্নটি করে।
“তামিম তোকে একটা প্রশ্ন করি, কয়েকদিন ধরে পোলাও-বিরিয়ানি-কোর্মা খেয়ে হঠাৎ করে পান্তা ভাত খাওয়ার শখ হলো কেন, বল তো! বিরাট কোহলি, রোহিত শর্মা, ফাফ দু প্লেসি, উইলিয়ামসন…এই পোলাও-কোর্মা খেয়ে পান্তা ভাত খেতে চাইলি কেন?”
মাশরাফির কথায় হাসিতে ফেটে পড়লেন সবাই। হাসিমুখেই তামিম বললেন, এই পান্তা ভাতেই তার তৃপ্তি বেশি।
“আমরা বাংলাদেশি, আমার পান্তা ভাতই সবচেয়ে প্রিয়। বাঙালির সবচেয়ে প্রিয় পান্তা ভাত। আমি পান্তা ভাত নিয়েই খুশি। আমি নিজেও পান্তা ভাত, আপনারা সবাইও পান্তা ভাত। আমি এটি নিয়েই খুশি।”
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০
swapnochash24.com | sopnochas24