নিজের পোষা শখের বিড়াল হারিয়ে হারিয়ে যাওয়ায় তাকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করে দেয়ালে দেয়ালে পোস্টার সাটিয়েছিলেন নুসরাত নাওরিন। পোস্টার সাটানোর দুই দিনের মাথায় শনিবার রাতে ‘স্মোকি’ নামে ওই বিড়ালটিকে ফিরে পেয়েছেন তিনি। এর প্রেক্ষিতে ঘোষণা অনুযায়ী সন্ধানদাতাকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন তিনি।
ওই বিড়ালের মালিক নুসরাত নাওরিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহী নগরের বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকায়। বিড়ালপ্রেমী নুসরাতের স্মোকি ছাড়াও আরও ছয়টি বিড়াল রয়েছে।
নুসরাত বলেন, আমার মোট ৬টি বিড়াল আছে। এদের মধ্যে অসুস্থ চারটি বিড়াল নিয়ে প্রাণীদের চিকিৎসাকেন্দ্রে গিয়েছিলাম। ফেরার পথে হারিয়ে যায় স্মোকি নামের বিড়ালটি। এরপর থেকে তাকে ফিরে পেতে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় লাগানো হয় হাজারখানেক পোস্টার। ফেসবুকেও ঘোষণা দেওয়া হয় সন্ধানদাতাকে ১০ হাজার টাকা পুরস্কৃত করার।
তিনি বলেন, এরপর থেকে পোস্টার দেখে অনেকেই ফোন দিয়েছেন। কেউ কেউ ভুল বিড়াল দেখে ফোন দিয়েছেন। গিয়ে দেখা যায় অন্য বিড়াল। শনিবার রাত সাড়ে ১০টার দিকে আবির হোসেন নামে একজন ফোন দিয়ে বিড়ালটি পাওয়ার কথা জানান। তার দেওয়া বর্ণনা অনুযায়ী আমি বুঝতে পারি এটি স্মোকি। এরপর তার সাথে দেখা করে বিড়ালটি নিয়ে তাকে পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা দিয়েছি। বিড়াল ফিরে পেয়ে বেশ ভালো লাগছে।
বিড়ালটি মালিকের হাতে তুলে দেয়া আবির হোসেন একটি নির্মাণ প্রতিষ্ঠানের দেখাশুনার দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, অন্যদিনের মত আমি আমার সাইটে যায়। দেখা শুনার সময় দেখি একটি বিড়াল বসে আছে। আমি বুঝতে পেরেছিলেন এটি পোষা বেড়াল। কেউ না কেউ খোঁজ নিতে আসবে। তাই নিজের কাছে বিড়ালটিকে রেখে দেয়। এরপর হঠাৎ দেখি পোস্টারের মাধ্যমে বিড়ালের সন্ধ্যান চাওয়া হয়েছে। সেই পোস্টার দেখে কল দিতেই পাই আসল মালিককে। তিনি এসে বিড়ালটি নিয়ে গেছেন। বিড়ালটি ফিরিয়ে দিতে আমারও বেশ ভালো লাগছে।
এদিকে, টুলটুলি নামে অপর একটি হারানো বিড়ালেরও সন্ধান পেতে সম্প্রতি পোস্টার সাঁটিয়েছেন তার মালিক তাপসী রাবেয়া (২৭)। তিনিও সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দেন। তবে তার বিড়ালটির এখনও সন্ধান মেলেনি।
টুলটুলি নামে অপর বিড়ালটি সম্প্রতি রাজশাহী নগরের রাজারহাতা শাহী মসজিদ এলাকা থেকে হারিয়ে যায়। এরপর থেকে তাকে খুঁজে পেতে মালিক সাঁটিয়েছেন পোস্টার। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই পোস্টার শেয়ার করেছেন।
হারানো বিজ্ঞপ্তির পোস্টারে লেখা হয়েছে, কিছুদিন আগে আমার বিড়ালটি রাজশাহী নগরের রাজারহাতা শাহী মসজিদ এলাকায় নতুন বাসা থেকে হারিয়ে যায়। হারানোর সময় বিড়ালের গলায় সবুজ রঙের একটি বেল্ট ছিল। বিড়ালটিকে টুলটুলি বলে ডাকলে সাড়া দেয়। বিড়ালটি শেষবার রাণীবাজারের মাদরাসা মার্কেট এলাকার একটি বাসায় দেখা যায়। কিন্তু তখন ধরা যায়নি। কোনো হৃদয়বান ব্যক্তি খোঁজ পেয়ে থাকলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। বিড়ালটির খোঁজ দিতে পারলে দুই হাজার টাকা পুরস্কৃত করা হবে।
তাপসী রাবেয়া বলেন, আগে আমরা সাগরপাড়া এলাকায় থাকতাম। সেখানে থেকেই তাকে পোষা শুরু করি। ধীরে ধীরে সে আমার খুব আপন হয়ে ওঠে। আদর করে নাম রেখেছি টুলটুলি। দুই মাস আগে আমরা রাজারহাতা এলাকায় নতুন বাসায় উঠি। তারপর সেখান থেকে কয়েকদিন আগে বিড়ালটি হারিয়ে যায়।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৬:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩
swapnochash24.com | Anaet Karim