• বৃহস্পতিবার ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি : বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

    স্বপ্নচাষ প্রতিবেদক, রাজশাহী

    ২২ মে ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ

    প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি : বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নামে মামলা হয়েছে। রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে এই মামলাটি দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

    শুক্রবার জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন তিনি। সেই ভিডিওটি রবিবার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

    ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের ওই ভিডিও-তে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার করবো ইনশাআল্লাহ।’

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজশাহীসহ সাড়াদেশে সমালোচনার ঝড় শুরু হয়। এর প্রেক্ষিতে সোমবার (২২ মে) সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়ে আওয়ামী লীগ। কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাজশাহীতে চাঁদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ।

    এছাড়া এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

    বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, রোববার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এরপর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এর আগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে গত বছরের ২৬ জুলাই রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মানহানির মামলা হয়। তার ওই বক্তব্য প্রচারের অভিযোগে আরও সাতজনকে মামলায় আসামি করা হয়েছিল। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার আদালতে মামলাটি করেছিলেন।

    স্বপ্নচাষ/একে

     

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৬:৩০ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।