• বুধবার ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ‘প্রধানমন্ত্রীর অনুদানের টাকা লুটপাট করছে দলীয় নেতাকর্মীরা’

    স্বপ্নচাষ প্রতিবেদক, নাটোর

    ১৮ মে ২০২০ ৫:৫৬ অপরাহ্ণ

    ‘প্রধানমন্ত্রীর অনুদানের টাকা লুটপাট করছে দলীয় নেতাকর্মীরা’

    এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (ফাইল ছবি)

    প্রধানমন্ত্রীর অনুদানের টাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা লুটপাট করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ‘যারা দিন আনে দিন খায়, গরিব, অসহায়, কর্মহীন তারা অনেক কষ্টে আছেন। অথচ জনগণের টাকায় কেনা ত্রাণ চেয়ারম্যান মেম্বার ও আওয়ামী লীগের নেতারা চুরি করছে এবং প্রধানমন্ত্রীর অনুদানের টাকাও বাদ যচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার!

    আজ সোমবার সকালে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিগত দিনে নিহত বিএনপির নেতাকর্মীদের ৩৫টি পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

    দুলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ লোককে ১ হাজার ২৫৭ কোটি টাকা দেবেন বলেছেন। আমরা এখন খবর দেখছি সরকারের লোকেরা প্রতিজনের কাছ থেকে ৫০০ টাকা রেখে দুই হাজার টাকা দিচ্ছে। আবার যারা তালিকা করছেন তাদের নিজস্ব লোক আত্মীয়-স্বজনদের নাম তালিকায় দিচ্ছেন। গরীব মানুষের নাম তালিকায় থাকে না।

    জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সদস্য সচিব রিহম নেওয়াজ, আহ্বায়ক কমিটির সদস্য বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু ,ফরহাদ আলী দেওয়ান শাহীন, শ্রমিক দল সভাপতি আবু রায়হান ভুলু, বিএনপি নেতা বাবুল চৌধুরী,জেলা যুবদল সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম, যুবদল নেতা এম হাসান পরশ, যুবদলের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ।

    বিএনপির নেতাকর্মীরা পকেটের টাকা দিয়ে সারা দেশে অসহায়, গরীব মানুষকে ত্রাণ দিচ্ছে জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, আমরা এমনিতেই বিপদে আছি। আমাদের রাস্তায় দেখলে গ্রেফতার করা হয়। গুম করা হয়। এই অবস্থার মধ্যেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যতই বিপদ আসুক অসহায় মানুষদের পাশে থাকতে হবে। এজন্য আমরা সারা দেশে সর্বদা মানুষের পাশে আছি এবং থাকব।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৫:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।