সংগৃহীত
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে গ্রেফতার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৯ মে) সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তরিকুল ইসলাম মুমিনকে (সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ) বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
এ নিয়ে বিভিন্ন অভিযোগে ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে ৩৩ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে গত বৃহস্পতিবার (৭ মে) মুমিনসহ তিনজনকে তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করে অসৎ কাজ করতেন। তাদের নামে প্রতারণা করার অভিযোগ এনে তেজগাঁও থানায় একটি মামলা করা হয়। শুক্রবার (৮ মে) তিনজনকে চারদিনের রিমান্ডে পাঠানো হয়।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৮:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24