সুলতানা রাজিয়া পান্না ও রেবেকা সুলতানা ইতি
সেদিন গোধূলি বেলায়
রাবি ছাত্রলীগের মিলন মেলায়।
বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে অন্তরে,
ধানমন্ডির ৩২ নম্বর প্রান্তরে।
দীপ্ত পদে হেঁটে আসলেন নেত্রী
ছাত্রলীগের উন্নয়নের যাত্রী।
আমি এগিয়ে গেলাম
তিনি সামনে দাঁড়ালেন,
আমি সালাম দিলাম
তিনি হাত বাড়ালেন।
তার সাথে হাত মেলাতেই
পেতে দিলেন বুক,
যেন তিনি আত্মার আত্মীয়
এ এক অন্য রকম সুখ।
তার উপস্থিতিতে আজ
উদ্ভাসিত রাবি ছাত্রলীগ,
জয়বাংলা শ্লোগানে
মুখরিত চারিদিক।
তার কথার মাঝে এখনও পাই
ছাত্রলীগের গন্ধ,
তার মুখের প্রতিটি শব্দ যেন
এক একটি ছন্দ।
তার সাবলীল বক্তব্য শুনে
মনে হয় যেন বিশেষ উক্তি।
তিনি নেতৃত্বের কবি
তার কথা! কবিতার পংতি।
তিনি আমাদের সাবার প্রিয়
সুলতানা রাজিয়া পান্না,
যিনি ঘোচাবেন ক্ষোভ-অভিমান
মোছাবেন মোদের কান্না।
লেখক : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্নাকে উৎসর্গ করে লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেত্রী রেবেকা সুলতানা ইতি।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |