• শনিবার ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বক্সে লেখা এন-৯৫, ভেতরের জিনিস সঠিকটা যাচ্ছে না : প্রধানমন্ত্রী

    স্বপ্নচাষ ডেস্ক

    ২০ এপ্রিল ২০২০ ২:৪০ অপরাহ্ণ

    বক্সে লেখা এন-৯৫, ভেতরের জিনিস সঠিকটা যাচ্ছে না : প্রধানমন্ত্রী

    ফাইল ছবি

    চিকিৎসা সামগ্রীর মোড়কের ওপর ঠিকঠাক লেখা থাকলেও ভেতরে অন্য জিনিস বা নিম্নমানের পণ্য দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর মহানগর হাসপাতালে এ ঘটনা ঘটেছে। তাই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও এন-৯৫ মাস্কসহ (করোনায় চিকিৎসায় নিয়োজিতরা ব্যবহার করেন) চিকিৎসা সামগ্রী সরবরাহকারীরা ঠিকমতো দিচ্ছে কি না, তা ভালোভাবে যাচাই করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সোমবার (২০ এপ্রিল) সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

    ভিডিও কনফারেন্সের শেষ সময়ে এসে শেখ হাসিনা বলেন, ‘আমাদের মন্ত্রীর কাছে কিছু ছবি পাঠিয়েছি। যারা সাপ্লাই দেয়, তারা সঠিকভাবে সঠিক জিনিস দিচ্ছে কি না? মহানগর হাসপাতালে কিছু জিনিস গেছে, পিপিইর নাম দিচ্ছে কিন্তু ভেতরে জিনিসগুলো ঠিকমতো যায়নি। এটা আপনাদের সবসময় দেখা উচিত। যার সাপ্লাইয়ার তারা ঠিকমতো দিচ্ছে কি না? বা সঠিক জিনিসটা কিনছি কি না? এটা দেখা দরকার, একটু দেখবেন। ছবিটা মন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি, যাচাই করে দেখার জন্য।’

    এ সময় কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদ উল্লাহ বলেন, ‘কেন্দ্রীয় ওষুধাগারসহ একটি কমিটি করা আছে। যারা যখন যে সরবরাহটা আসবে, সেটা পরীক্ষা করে দেখা। ইতোমধ্যে আমরা অনেক পিপিই ফেরত দিয়েছি নিম্নমানের হওয়ার কারণে, যার পরিমাণ এক লাখ ৭০ হাজার। দেশের জরুরি প্রয়োজন মেটাতে গিয়ে হয়তো আমাদের ভুল হয়ে থাকতে পারে। এখন আমরা চাচ্ছি, এই ভুলগুলো যেন না হয়।’

    প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এন-৯৫ লেখা বক্স, কিন্তু ভেতরে যে জিনিসটা সেটা সঠিক থাকে কি না? এটা একটু আপনারা জানাবেন। যেহেতু লাইভে অনেকেই আছে, তাই কথা বলছি না। তবে লেখা আছে এন-৯৫ কিন্তু ভেতরের জিনিস সবসময় সঠিকটা যাচ্ছে না। এর সাপ্লাইয়ার কে? সরাসরি বললাম তো, বাবুবাজারের মহানগর হাসপাতালে এগুলো যাচ্ছে। এটা তো করোনাভাইরাসের জন্য ডেডিকেটেড। এ রকম যদি কিছু কিছু জায়গায় হয়, এটা তো ঠিক না। বক্স তো ঠিক আছে, কিন্তু বক্সের ভেতরের জিনিসগুলো ঠিক আছে কি না। আমার মনে হয়, নজরদারিটা একটু বাড়ানো দরকার। বা যিনি রিসিভ করবেন, তিনি দেখেশুনে যেন রিসিভ করেন।’

    স্বপ্নচাষ/এসএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ২:৪০ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।