বগুড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা আব্দুল হান্নান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। আব্দুল হান্নান জেলার গাবতলী উপজেলার গাতীবান্ধা গ্রামের ফজেক আলী ওরফে সজেক আলীর পুত্র ।
আবাসিক চিকিৎসক (আরএমও ) শফিক আমিন কাজল, জানান গত বৃহস্পতিবার মধ্যরাতে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে আব্দুল হান্নানকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হলে শুক্রবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয় ।
আরএমও কাজাল আরো জানান, কি কারনে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি নিশ্চিত নয় । তিনি বলেন, মৃত ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানতে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে শজিমকে হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |