বরগুনা পৌর শহরের বাকালি পট্টিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুদি দোকান বিসমিল্লাহ স্টোর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই মধ্যে আগুন আশে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মুদি, ওষুধের দোকান ও জুতার দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠার পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বরগুনা ফায়ার সার্ভিসের উপপরিচালক সোহেল মায়া যুগান্তরকে বলেন, বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে বিসমিল্লাহ স্টোর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ১২ টি দোকান পুড়ে ছাই হয়েছে। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২০
swapnochash24.com | sopnochas24