সংগৃহীত ছবি
বৃহস্পতিবার নতুন করে এক সাংবাদিকসহ আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২০ জনে দাঁড়াল। এদের মধ্যে মারা গেছেন দুজন।
বরগুনা সিভিল সার্জন ডা. হুমায়ুন খান শাহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে আক্রান্ত হলেন– বরগুনা পৌরসভার ধানসিঁডি সড়কের এক বাসিন্দা (৪৩), বামনার এক সাংবাদিক (৪৫) এবং আমতলী উপজেলার একটি ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার (৪৫)।
জেলায় আক্রান্ত ২০ জনের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে আছেন ১০ জন, আমতলী স্বাস্থ্যকেন্দ্রে আইসোলেশনে একজন। অন্যরা নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
আক্রান্তদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বরগুনায় এসেছেন বলে জানান সিভিল সার্জন ডা. হুমায়ুন খান শাহিন।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের উন্নত খাবার না দেয়ার অভিযোগ উঠেছে।
আইসোলেশনে থাকা এসব রোগীর অভিযোগ, সাধারণ রোগীদের জন্য বরাদ্দ খাবারই তাদের দেয়া হচ্ছে। বাড়তি কোনো খাবার তাদের দেয়া হচ্ছে না। চিকিৎসকদের পরামর্শ মতে, তাদের শরীরচর্চা করতে হচ্ছে। এতে ক্ষুধাও বেড়ে যাচ্ছে।
এমন অভিযোগের বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন খান বলেন, করোনা রোগীদের জন্য খাবারের আলাদা বরাদ্দ আমরা পাইনি। যার জন্য সাধারণ রোগীদের বরাদ্দ থেকেই তাদের খাবার দেয়া হচ্ছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim