প্রতীকী ছবি
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাধ্যতামূলকভাবে ঘরে অবস্থান করছে শিশুরা। অবসর সময়ে সহপাঠী বা বন্ধুদের সঙ্গে শিশুদের বার্তা বিনিময়ের সুযোগ দিতে বাংলাদেশসহ ৭০ দেশে নিজেদের মেসেঞ্জার কিডস সেবার পরিধি বৃদ্ধি করেছে ফেসবুক।
২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রথম চালু হয় মেসেঞ্জার কিডস। মেসেঞ্জারের শিশুতোষ সংস্করণটিতে প্যারেন্টাল কন্ট্রোল ফিচার থাকায় সন্তানরা কোন কোন বন্ধুর সঙ্গে বার্তা বা ছবি বিনিময় করতে পারবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা। এমনকি ‘সুপারভাইজড ফ্রেন্ডিং’ ফিচার কাজে লাগিয়ে অন্যদের পাঠানো বন্ধুত্বের আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যানও করতে পারবেন। ফলে শিশুরা অনলাইনে নিরাপদে বন্ধুদের সঙ্গে বার্তা বা ছবি বিনিময় করতে পারবে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১০:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim