প্রতীকী ছবি
বাইরে করোনার ভয়, ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধও রয়েছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, সরকারও আহ্বান জানিয়েছে ঘরে-বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখতে। অন্যদিকে মশার উপদ্রব বেড়েছে, ঘরে থাকা দায়। বিপাকে নগরবাসী।
ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দুই ধরনের দাবি পাওয়া গেছে। সাধারণ নাগরিকরা বলছে, মশা বেড়েছে, মশার ওষুধ ছিটানো হচ্ছে না। তবে ওয়ার্ড কাউন্সিলররা দাবি করছেন, তারা নিয়মিত মশার ওষুধ ছিটাচ্ছেন, মশা এখন আগের চেয়ে কম।
তবে ডিএসসিসির প্রায় সবখানেই এখন মশার উপদ্রব চরম রূপ নিয়েছে। মানুষের মাঝে করোনার পাশাপাশি এখন ডেঙ্গু আতঙ্কও চড়াও হচ্ছে।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদ বলেন, ‘করোনা ঘোষণার আগে যেমন সিটি করপোরেশনে প্রতিদিন সকালে একবার এবং বিকেলে একবার স্প্রে করা হতো এখনো একইভাবে কাজ চলছে।’
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৮:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim