নাটোরের বাগাতিপাড়ায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফেরদৌসী বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার শালাইনগর পূর্বপাড়া গ্রামে জামাতা ইসরাইলের বাড়িতে তার মৃত্যু হয়।
তিনি একই উপজেলার জামনগর রওশনগিরি পাড়া গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জনায়, ফেরদৌসী ২০দিন আগে ঢাকা থেকে তার জামাতা ঈসরাইলের বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন। বেশ কিছুদিন থেকে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন বলেও জানায় স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, বৃদ্ধা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তবে জ্বরসহ শ্বাসকষ্টও ছিল তার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরেফিন জানান, ফেরদৌসী বেগম হার্ট অ্যাটাকে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম করোনা পরীক্ষার জন্য মৃত বৃদ্ধার নমুনা সংগ্রহ করেছে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক কর্মকর্তা ডা. রতন কুমার সাহা বলেন, বৃদ্ধার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফলাফল আসা পর্যন্ত পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৬:২৯ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24