ফাইল ছবি
বাগেরহাটের কচুয়া উপজেলার উত্তর মাধপকাঠি গ্রামে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া গৃহপরিচারিকা নূরুন নাহার বেগম (৪৮) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। ঢাকায় বাসাবাড়িতে কাজ করা গৃহপরিচারিকা গ্রামের বাড়ীতে মারা যাওয়ার পরপরই কচুয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতারের পিসিআর ল্যাবে পাঠায়।
আজ (রবিবার) সন্ধ্যায় আইইডিসিআর থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয় গৃহপরিচারিকা নূরুন নাহার বেগম করোনা পজেটিভ ছিলেন। এ নিয়ে জেলায় ১১ জন করোনা আক্রান্তের মধ্যে দুইজন মারা গেলেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, কচুয়া উপজেলার উত্তর মাধপকাঠি গ্রামের শেখ আমজাদ আলী দীর্ঘদিন ধরে ঢাকায় সিকিইরিটি গার্ড হিসেবে কাজ করতো। স্বপরিবারে তিনি ঢাকায় থাকতেন। আমজাদের স্ত্রী নূরুন নাহার বেগমও ঢাকায় বাসাবাড়ীতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতো। ১০ দিন আগে এই পরিবারটি গ্রামের বাড়ীতে ফিরে আসেন। গত বৃহস্পতিবার ভোরে করোনার উপসর্গ নিয়ে গৃহপরিচারিকা নূরুন নাহার বেগম মারা যান। দ্রুত উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায়। একই সাথে করোনা স্বাস্থ্যবিধি মেনে ওই নারীর দাফন শেষে বাড়িটি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেয়া হয়। আজ (রবিবার) সন্ধ্যায় আইইডিসিআর থেকে আমাদের জানানো হয়েছে গৃহপরিচালিকা নূরুন নাহার বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন।
এ নিয়ে জেলায় ১১ জন করোনা আক্রান্তের মধ্যে দুইজন মারা গেলেন। ৬ জন এখন চিকিৎসাধীন রয়েছেন। ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |