• সোমবার ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাঘায় কৃষি প্রযুক্তি মেলায় ১০০ প্রজাতির আম প্রদর্শন

    স্বপ্নচাষ প্রতিবেদক, রাজশাহী

    ২১ মে ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ

    বাঘায় কৃষি প্রযুক্তি মেলায় ১০০ প্রজাতির আম প্রদর্শন

    রাজশাহীর বাঘা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বটমূল চত্বরে শুরু হওয়া তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় ১০০ প্রজাতির আমের প্রদর্শনী চলছে। শনিবার দুপুরে এই মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মেলাটি শেষ হবে আজ সোমবার।

    সরেজমিনে দেখা যায়, মেলা চত্বরের প্রধান ফটকের পাশেই রাখা হয়েছে এ আমের প্রদর্শনী। প্রদর্শিত এই আমের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত, অরুনা, আম্রপালি, মল্লিকা, সুবর্নরেখা, মিশ্রিদানা, নিলাম্বরী, কালীভোগ, কাঁচামিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপুরী, কারাবাউ, কেঊই সাউই, গোপাল খাস, কেন্ট, সূর্যপূরী, পাহুতান, ত্রিফলা, হাড়িভাঙ্গা, ছাতাপরা, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী আম রূপালি। বাহারি এসব আম দেখতে ভিড় করছে মানুষ।

    মেলায় আসা মাহমুদুল হাসান নামে এক কলেজছাত্র জানান, সাধারণত ১০-১৫ প্রজাতির আমের নাম আমরা জানি। এর বেশি আম যে বাঘাতেই হয় বা এত বিচিত্র আমের যে নাম হতে পারে সেটি আমার জানা ছিল না।

    মান্নান হোসেনের বয়স ৬০ বছর। প্রায় ৪০ বছর ধরে আম চাষ করেন তিনি। মান্নান বলেন, এককালে বাঘায় অনেক প্রজাতির আম ছিল। তবে সেই আম আজ আর নেই। উচ্চফলনশীল জাতের কারণে অনেকে এসব আদি জাতের আম হারিয়ে ফেলেছে। আজ এক সঙ্গে এসব আমের জাত দেখে খুব ভালো লাগছে। আশা করছি এ আমগুলো ধরে রাখার চেষ্টা করবে সরকার।

    বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, আমের জন্য বিখ্যাত বাঘা উপজেলা। এখানে অনেক প্রজাতির আম হয়। টেস্ট ছাড়িয়ে বিদেশেও এ অঞ্চলের আমের সুনাম রয়েছে। তবে বাণিজ্যিকীকরণ ও চাহিদার কারণে অনেক পুরাতন আমের জাত হারিয়ে যাচ্ছে। এসব আমের জাতের সঙ্গে নতুন প্রজন্ম ও মানুষকে পরিচিতি করে দেওয়ার জন্য এ উদ্যোগ।

    তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব আম সংগ্রহ করেছি। এসব আম নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করব। পাশাপাশি জাতগুলো সংরক্ষণের জন্য আমরা একটি প্লাজমা ব্যাংকও তৈরি করব। যাতে এসব জাত আর হারিয়ে যেতে না পারে।

    একশ ধরনের আম প্রদর্শনী দেখে মুগ্ধ হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমি কল্পনাও করিনি বাঘায় এত প্রজাতির আম রয়েছে। তিনি আরও বলেন, রাজশাহীর আম ক্রমেই সারাবিশ্বে সমাদৃত হচ্ছে। প্রতিবছরই বাংলাদেশের উৎকৃষ্টমানের আম বিদেশে রপ্তানি হচ্ছে। এবারও ২০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বেশিরভাগই যাবে বাঘা থেকে।

    স্বপ্নচাষ/একে

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৭:২৭ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০২৩

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।