• মঙ্গলবার ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বানেশ্বরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

    স্বপ্নচাষ ডেস্ক

    ২৬ জানুয়ারি ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ

    রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    উভয় গ্রুপই লাঠিশোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ায় এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। বর্তমান সাংসদ ড. মুনসুর রহমান ও সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারার সমর্থক দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটছে বলে স্থানীয় সূত্রে জানা গছে।

    সংঘর্ষের ঘটনার খবর পয়ে অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল রাজিবুল ইসলাম ও পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়।

    জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় বানেশ্বর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে প্রস্তুতি সভার আয়াজন করা হয়। সভায় বর্তমান ও সাবেক এমপির কয়কজন সমর্থকের বক্তব্য রাখা নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এ ঘটনায় বানেশ্বর খুটিপাড়া এলাকার যুবলীগ নেতা সাহাবুদ্দিন ও নামাজ গ্রাম এলাকার আ’লীগ নেতা ডিস কালাম গ্রুপের মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বুধরার সকাল ১০টার দিকে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বানেশ্বর কলেজ মাঠসহ আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এছাড়াও উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদর উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল রাজিবুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১১টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

    স্বপ্নচাষ/এসএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১২:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।