• বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাবাকে কখনো বলা হয়নি ‘ভালোবাসি তোমায়’

    স্বপ্নচাষ ডেস্ক

    ১৮ জুন ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ

    বাবাকে কখনো বলা হয়নি ‘ভালোবাসি তোমায়’

    বাবাকে কখনো বলাই হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি। অথচ এই মানুষটির জন্যই রাজ্যের সব ভালোবাসা জমা হয়ে আছে মনের ভেতরে। আমার মতো হয়তো অনেকেরই মনের অবস্থা এক। হবেই না কেন? সন্তান বড় হয়ে গেলে বাবার সঙ্গে একধরনের দূরত্ব তৈরি হয়। অথচ এই বাবার পায়ে পা রেখেই হয়তো সন্তান প্রথম হাঁটা শিখেছে। কিংবা বাবার হাতের মাঝে হাত রেখে শিখেছে কোনো বর্ণ লিখতে। সময়ের ব্যবধানে সেই বাবা কেবল সংসারের কর্তা বনে যান।

    উপরের কথাগুলো শারমিন সুলতানা নামক এক তরুণীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী। বাবাকে তিনি অনেক ভালোবাসেন, অথচ মুখ ফুটে কখনো বলতে পারেন নি। শারমিনের মতো এমন সমস্যা আমাদের অনেকেরই রয়েছে। তবে আজই সেরা সুযোগ, বাবাকে অন্তত একবারের জন্য হলেও কথাটি বলার। কিভাবে বলবেন সেটাই বাতলে দেয়া হল এই আয়োজনে-

    * বাবাকে আজ কোনো কিছু উপহার দিন। সবচেয়ে বেশি ভালো হয়, আপনার সঙ্গে বাবার তোলা ছোটবেলার ছবিগুলো একত্র করে ফ্রেমবন্দি করে সেটা উপহার দিতে পারলে। সেখানেই যে কোনো এক জায়গায় লিখে দিলেন, বাবা তোমাকে অনেক ভালোবাসি। এটিও তাকে আনন্দ দেবে। এ ছাড়া উপহার হিসেবে দিতে পারেন ঘড়ি, ফুল, কার্ড, বই ইত্যাদি। সেক্ষেত্রে উপহারের সঙ্গে লেখাটি যোগ করবেন।

    * বাবাকে নিয়ে বিকেলে কাছে কোথাও ঘুরতে বের হতে পারেন। সেখানেই তার প্রিয় খাবারটি খাওয়ান। মনে খুলে কথা বলুন, তার কথা শুনুন। কথার সুযোগ বুঝেই বলে দিন আপনার না বলা কথাটুকু।

    * ‘বাবা’ খুব ছোট শব্দ। তবে এই শব্দের মাঝে আছে নির্ভরতার আবেশ। ‘হৈমন্তী’ গল্পে হৈমন্তীর বাবাই ছিল তার সবচেয়ে বড় বন্ধু। কিংবা মুহম্মদ জাফর ইকবালের দীপু নম্বর টু উপন্যাসে বাবা-সন্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিশ্চয়ই আমাদের ভাবায়। এগুলো নিয়ে বাবার সঙ্গে গল্প করবেন। সঙ্গে আপনার কথাটাও যেন বাদ না পড়ে।

    * আজ ডিনারে বাবাকে রান্না করে খাওয়াতে পারেন তার পছন্দের কোনো খাবার। স্যুপ থেকে ডেসার্ট পর্যন্ত যা তার পছন্দ, রান্না করে খওয়ান। এতে তিনি কিন্তু খুশিই হবেন। খাবার টেবিলে নিশ্চয়ই তিনি আপনাকে কিছু না কিছু বলবেন। আপনি বিপরীতে বলবেন, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, এসব তো কিছুই না।

    আর একটা কথা,

    যারা এই মধুর সম্পর্কের মানুষটিকে হাড়িয়ে ফেলেছেন তাদেরে জন্য বলছি,সব সময় আপনারা আপনাদের বাবা মা এর জন্য দোয়া করবেন।আপনার দোয়া আল্লাহ্‌ কবুল করলে তাঁরা শান্তিতে থাকবে পরপারে।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১১:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ জুন ২০২৩

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।