সংগৃহীত
বগুড়ায় বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট জেলা শাখা। মঙ্গলবার বেলা ১২টায় বগুড়া শহরের সাতমাথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা সমন্বয় জিন্নাতুল ইসলাম। বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক সাইফুল ইসলাম পল্টু, সিপিবি জেলার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, ওয়ার্কাস পার্টি নেতা শাহাদাত হোসেনসহ আরও বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24