• রবিবার ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বিএনপির সঙ্গে খেলেই জিততে চায় আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী

    স্বপ্নচাষ প্রতিবেদক, রাজশাহী

    ২৮ জানুয়ারি ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ

    বিএনপির সঙ্গে খেলেই জিততে চায় আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। বিএনপি যে ১২ দল, ২৪ দল, ৫৪ দল নিয়ে জোট করেছে, করুক। তবুও তারা (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করুক। তাদের সঙ্গে আমরা খেলেই জয়ী হতে চাই।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এতে তথ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তান ছাড়া এখন কোনো দেশেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নেই। কিন্তু বিএনপি সেই পাকিস্তানকে ফলো করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো আশা নেই দেখে বাহানা খুঁজছে বিএনপি। তবে তারা আগামী নির্বাচনকে কোনোভাবে প্রতিহতের অপচেষ্টা করলে জনগণই তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করবে।’

    বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন কোনো সরকার করে না। নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সরকারের হাতে একটি পুলিশ কনস্টেবলও বদলি করার ক্ষমতা থাকে না। সমস্ত কিছুই ন্যাস্ত থাকে নির্বাচন কমিশনের ওপর।’

    পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএমে ভোট হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ডিজিটাল হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরাও সবকটি আসনে ইভিএমে ভোট চেয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন কেনার জন্য প্রায় এক মিলিয়ন ডলার খরচের চাহিদা দিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এতো টাকা খরচ করা ঠিক হবে না। তাই যে কয়টি আসনে ইভিএমে ভোট করা যায়, সে কয়টি আসনেই ইভিএমে ভোট করতে চাই।’

    সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সারাদেশের মতো রাজশাহীতেও অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী। এ জনসভা থেকে আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। স্মার্ট বাংলাদেশের কথা শুনতে বিপুল সংখ্যক নতুন প্রজন্মের ছেলে-মেয়েরাও অংশ নিবেন। সবিমিলিয়ে এ জনসভায় ৫-৭ লাখ মানুষের সমাগম হবে। এতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জায়গা হবে না। ফলে এ মাঠের সঙ্গে ঈদগাহ মাঠকে সংযুক্ত করা হয়েছে। আশেপাশের সিএন্ডবি মোড়, ফায়ারা বিগ্রেড মোড় থেকে চারিদিকে অন্তত ২০০ মাইকের ব্যবস্থা করা হয়েছে। ১২টি প্রজেক্টরের মাধ্যমে জনসভায় আগত মানুষ মাঠে ঢুকতে না পারলেও প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে ও দেখতে পারবেন। এছাড়াও দেড় লাখ বোতল পানি, টয়লেটসহ আনুসঙ্গিক সব ব্যবস্থায় আমরা রেখেছি। ফলে স্মরণকালের সবচেয়ে বিশাল জনসভা হবে এটি। লোকে লোকারণ্য হবে পুরো রাজশাহী।’

    সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী-০৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

    স্বপ্নচাষ/একে

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৪:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।