প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির সাবেক এমপি ও শিক্ষক এমএ মতিন মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
হাজীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ৯ টা ১৫ মিনিটে রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তবে, করোনা বা অন্য কোনো রোগের উপসর্গে নয়, বার্ধক্যজনিত কারণেই মারা গেছেন প্রবীণ এই রাজনীতিক।
আবু বক্কর সিদ্দিক আরো জানান, আজই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বিএনপির প্রধান কার্যালয় এবং সবশেষে চাঁদপুরের হাজীগঞ্জে এমএ মতিনের জানাজা অনুষ্ঠিত হবে। পরে হাজীগঞ্জের টোরাগড় এলাকার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
চাঁদপুর-৫ আসন, হাজীগঞ্জ-শাহরাস্তি থেকে বিগত ৪টি সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয় লাভ করেন এমএ মতিন। প্রবীণ এই রাজনীতিাবিদ জীবনের শুরুতে একজন গুণী শিক্ষক ছিলেন। বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার আগেও এমএ মতিন স্থানীয় পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এলাকাতে একজন জনপ্রিয় প্রতিনিধি ছিলেন তিনি।
এমএ মতিন এক ছেলে, চার মেয়ে এবং অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
প্রবীণ এই রাজনীতিবিদ ও সাবেক এমপির মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৬:০০ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ মে ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |