সংগৃহীত
শাহবাগের বেতার ভবনের নিচ তলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পক্ষ থেকে স্থাপিত ফিভার ক্লিনিকে একদিনেই জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ২৭৩ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন।
রোববার (১৯ এপ্রিল) এসব রোগীরা হাসপাতালটির বিশেষ এ শাখায় চিকিৎসা গ্রহণ করেন।
ফিভার ক্লিনিকে সেবা প্রদান ও করোনা শনাক্তকরণ পরীক্ষা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে চিকিৎসা সেবা, জরুরি বিভাগসমূহে চিকিৎসা সেবা, হেল্প লাইনে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি অত্র বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ সেবাও প্রদান করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim