রাজশাহীর তানোর উপজেলায় বিড়ি কেনার টাকা না দেয়ায় বৃদ্ধা নানিকে তার মাদকাশক্ত নাতি পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় উপজেলার গোদামারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সোনা সরেন (৭৬)। তিনি উপজেলার গোদামারী গ্রামের সরেন টুডুর স্ত্রী। এ ঘটনায় নাতি ইসমাইল সরেনকে (২৪) আটক করেছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, উপজেলার গোদাগারী আদিবাসিপাড়ার জিতু সরেনের পুত্র ইসমাইল সরেন একজন মাদকাশক্ত যুবক। রোববার দুপুরে তিনি বাড়ি ফিরে তার বৃদ্ধ নানি সোনা সরেনের কাছে বিড়ি কিনার জন্য টাকা চান। এসময় সোনা সরেন তার বয়স্ক ভাতার টাকা তাকে দিতে অস্বীকার জানান। এতে ইসমাইল ক্ষিপ্ত হয়ে সোনা সনেরকে মারপিট করেন। বৃদ্ধা নানি সোনা সরেনকে বুকে লাথি মারেন ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে সোনা সরেনের মুখ দিয়ে ও মাথা ফেটে রক্তক্ষরন হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, প্রতিবেশীরা সোনা সরেনকে উদ্ধার করতে গেলেও ইসমাইলের ভয়ে বাড়িতে কেউ ঢুকতে পারেনি। দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সোনা সরেন আহত অবস্থায় ঘরে পড়ে থেকে মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে তানোর থানার পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সাথে পুলিশ ইসমাইল সরেনকে আটক করে।
ওসি জানান, এ ঘটনায় নিহতের মেয়ে বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলায় অভিযুক্ত ইসমাইল সরেনকে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৫:১০ অপরাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩
swapnochash24.com | Anaet Karim