সংগৃহীত
শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণের ২৫ কেজি জিআর চাল ও পাঁচ কেজি চালের ৩০টি খালি বস্তা জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার মালিঝিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার অভিযোগে মালিঝিকান্দা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মিনারা বেগমকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বাতিয়াগাঁও গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।
বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে স্থানীয় দুস্থ মানুষ মিনারা বেগমের বাড়িতে গিয়ে বিক্ষোভ করেন ও চাল প্রদানের দাবি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে গিয়ে ২৫ কেজি জিআর চাল ও পাঁচ কেজি চালের ৩০টি খালি জব্দ করা হয়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে মিনারা বেগম বলেন, তিনি কিছু চাল বিতরণ করেছেন। আর অবশিষ্ট চাল তালিকা তৈরি করে বিতরণের জন্য রেখেছিলেন। প্রতিপক্ষের লোকজন তাকে সামাজিকভাবে হেয় ও তার সুনাম ক্ষুণ্ন করার জন্য মিথ্যা অভিযোগ করেছেন।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১০:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim