আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া ঢাকা টেস্টের দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
জাতীয় দলের এই টপঅর্ডার ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাঠের পাশাপাশি এবার পড়াশোনাতেও মনোযোগ দিচ্ছেন শান্ত। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ অনুষদে ভর্তি হয়েছেন এই ক্রিকেটার।
সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির ভেরিফায়েড ফেসবুক পেজে শান্তর ভর্তি হওয়ার সময়কার বেশকিছু ছবি প্রকাশ করা হয়।
ছবিতে অন্যদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সোহেল আহসান নিপু, সিএসই বিভাগের চেয়ারম্যান সাদিক ইকবাল, সিনিয়র সহকারী রেজিস্ট্রার মশিউর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শান্তকে নিয়ে ফেসবুক পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা হয়- ‘আমরা নাজমুল হোসেন শান্তর মতো ক্রিকেটারকে ছাত্র হিসেবে পেয়ে গর্বিত। সে ধারাবাহিকভাবে বাংলাদেশ দলকে সাফল্য এনে দিচ্ছে। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আশা করি সে বাংলাদেশকে আরও অনেক ম্যাচ জেতাবে।’
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১১:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
swapnochash24.com | sopnochas24